নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় বিদ্যুৎ দাস(১৭) নামে এক ভ্যান চালক এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল দশটার দিকে উপজেলার হাতিয়ান্দহ বাজারের পাশে গোরস্থান এলাকার একটি ধানক্ষেত থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। বিদ্যুৎ উপজেলার মটগ্রাম এলাকার নির্মল দাসের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল মঙ্গলবার নির্মল ব্যাটারি চালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে বাড়িতে না ফেরায় অনেক খোঁজাখুঁজি করে তার পরিবারের লোকজন। একপর্যায়ে তার খোঁজে এলাকায় মাইকিং করা হয়। আজ সকালে তার মরদেহ হাতিয়ান্দহ গোরস্থানের পাশে ধানক্ষেতে পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে তার ভ্যানটি উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশের ধারণা তার ভ্যানটি ছিনতাই করার জন্যেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
আরও দেখুন
সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের
নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …