রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / পুঠিয়ায় ব্যবসায়ীকে পায়ের রগ কেটে হত্যা

পুঠিয়ায় ব্যবসায়ীকে পায়ের রগ কেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া (রাজশাহী):
রাজশাহীর পুঠিয়ার নওপাড়ায় আম বাগান থেকে গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। ওহির বক্স পুঠিয়ার ভালুকগাছী ইউনিয়নের নওপাড়া গ্রামের মৃত. আসাদ আলীর ছেলে। পুঠিয়া থানা সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এলাকবাসী জানায়, পুঠিয়ার ভালুকগাছী ইউনিয়নের নওপাড়া গ্রামের গরু ব্যবসায়ী ওহির বক্স সোমবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর আর বাড়ীতে ফেরেনি। সকালে ওহির এর বাড়ীর পাশে আজি প্রামানিকের আম বাগানে তার মরদেহ দেখেতে পায় স্থানীয়রা। পরে থানা পুলিশকে খবর দেয়।

পুঠিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) হাসমত আলী জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। লাশটির দুই পায়ের রগ কাটার চিহৃ রয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …