শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে আখচাষী সমিতির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

লালপুরে আখচাষী সমিতির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
আখ মাড়াই অর্ডিনেন্স বাতিল, আখচাষীদের বকেয়া পাওনা টাকা পরিশোধ, আখের দাম মন প্রতি ২০০ টাকা ধার্য করা সহ ১৯ দফা দাবীতে নাটোরের লালপুরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ আখচাষী ইউনিয়নের শাখার উত্তর বঙ্গ চিনিকল আখ চাষী সমিতি। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার গোপালুরের মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এর মিলাতয়াতনে উত্তর বঙ্গ চিনিকল আখ চাষী সমিতির সভাপতি আনছার আলী দুলাল এর সভাপতিত্বে এক সমাবেশে অনুষ্ঠিত হয় ।

এসময় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সাহাবাজ আলী,আখচাষী নেতা মাসুদ রানা সরকার, বাবু প্রেমানন্দ প্রাং, শাহীন আলম, সামসুল হক, আস্তুল হোসেন, রফিকুল ইসলাম, দীগেন্দ্রনাথ সরকার, আবুল কাশেম, অধ্যক্ষ্য আর জাহান আলী কাজল, জাহিদুল ইসলাম,আরশাদ আলী, শহিদুল ইসলাম, আবুল হোসেন, নজরুল ইসলাম প্রমূখ। সমাবেশ শেষে দুপুরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে গোপালপুর রিক্সা স্ট্যান্ডে পথসভা করে।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …