নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে চিহ্নিত মাদক কারবারি ও সেবনকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবীতে মানববন্ধন করেছে গ্রামবাসী। সোমবার সাকালে উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের নিশ্চিন্তাপুর গ্রামে স্থাণীয়রা ওই মানববন্ধন করে।
গ্রামের ভক্তির মোড় এলাকায় মাদক কারবারি ও সেবনকারীদের জ্বালায় অতিষ্ঠ সহ¯্রাধিক মানুষ গ্রামিণ সড়কের দুইপাশে দাড়িয়ে মানববন্ধনে অংশ গ্রহণ করেন। এসময় বক্তৃতা করেন নিশ্চিন্তাপুর হাইস্কুলের প্রধান শিক্ষক পারভেজ, ইউপি সদস্য আব্দুল হামিদ, সাবেক সদস্য আব্দুস সামাদ,ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাসুদ রানা মান্নান, প্রভাষক আহসান হাবিব প্রমূখ।
বক্তারা বলেন, গত ১০ অক্টোবর গ্রামের মাদক সেবনকারীদের বাধা দিলে নিশ্চিন্তপুর হাইস্কুলের অফিস সহকারি মনিরুজ্জামানকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এঘটনায় মনির হোসেরন চাচা আরিফ হোসেন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
বড়াইগ্রাম থানার এসআই আব্দুল জব্বার বলেন, অভিযুক্ত আসামীসহ মাদক কারবারি ও সেবনকারীদের গ্রেফতারে জোড় তৎপরাতা চলছে।
আরও দেখুন
নন্দীগ্রামে প্রবাসীর স্ত্রী খুন
নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,,,,,বগুড়ার নন্দীগ্রামে রওশন আরা (৫৫) নামে এক প্রবাসীর স্ত্রী খুন হয়েছে। জানা গেছে, …