নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় গিয়াস এবং সবুজ নামে দুই মোটর সাইকেল আরোহী নিহত,আহত হয়েছে রায়হান নামে ১জন। রবিবার বিকেল ৩টার দিকে উপজেলার জামতলী-বামিহাল সড়কের বিনগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী এই ঘটনার সত্যতা স্বীকার করে জানান,রবিবার বিকেল ৩টার দিকে উপজেলার জামতলী-বামিহাল সড়কে মোটর সাইকেল যোগে তিন বন্ধু সবুজের বাড়ি উপজেলার পিপলসনে যাচ্ছিল। তারা বিনগ্রাম এলাকায় পৌঁছালে মানসিক ভারসাম্যহীন এক নারী রাস্তার মাঝখানে চলে আসে।
এসময় তাকে বাঁচাতে গিয়ে দ্রুত ব্রেক করতে গিয়ে চালকসহ আরোহীরা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে পড়ে যায়। সেই সময় একই দিক থেকে একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের উপর দিয়ে চলে গেলে সবুজ এবং গিয়াস ঘটনাস্থলেই নিহত হয়। গুরুতর আহত অবস্থায় রায়হানকে এলাকাবাসী উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পুলিশ ট্রাক এবং এর চালককে আটক করেছে।
উল্লেখ্য গিয়াস এবং রায়হান ফরিদপুরের ভাঙ্গা থেকে বন্ধু সবুজের বাড়ি বেড়াতে এসেছিল। নিহত সবুজ উপজেলার পিপলসন গ্রামের দুদুর ছেলে।
আরও দেখুন
বড়াইগ্রামে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রাম উপজেলায় জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটিতে উপজেলা ছাত্রদলের …