নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ করেছেন থানা পুলিশ। শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার মশিন্দা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ওই সমাবেশে স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ কিশোর কিশোরীরা অংশগ্রহণ করেন।
উপজেলার মশিন্দা ইউপি সদস্য রেজাউল করিম রঞ্জুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মশিন্দা হাইস্কুলের প্রধান শিক্ষক মাহাবুব আলম লাবু। প্রধান আলোচক হিসেবে ওই ইউনিয়নে বিট পুলিশিংয়ে দায়িত্বরত এসআই শহীদুল ইসলাম ছাড়াও বিশেষ অতিথি কমিউনিটি পুলিশিংয়ের সাবেক সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম, এনডিপির স্বাস্থ্য কর্মকর্তা সাবিনা মুতমাইন, শিক্ষক হারুন আলম মামুন, ইউপি সদস্য শাহাদত হোসেন, রতন আলী, আব্দুর রউফ, কলেজ ছাত্রী শ্যামলী খাতুন, অভিভাবক মরিয়ম বেগম প্রমুখ বক্তব্য রাখেন।
নারীবান্ধব দেশ গড়তে বক্তারা শ্লোগানের মাধ্যমে বলেন, নিরাপদ সমাজ গড়ি-নারী ধর্ষণ ও নির্যাতন বন্ধ করি। নিরাপদ নারী নিরাপদ দেশ-সুখি সমৃদ্ধ বাংলাদেশ। বন্ধ হোক নারী নির্যাতন-নিশ্চত হোক দেশের উন্নয়ন। সমাবেশে উপস্থিতগণ বিট পুলিশের কার্যক্রম সম্পর্কে ও পুলিশকে তাদের পাশে পাওয়ার বিষয়ে প্রশ্ন করেন।
এসময় প্রধান আলোচক এসআই শহীদুল ইসলাম তাদের প্রশ্নোত্তরে বলেন, আপনার যেকোন সমস্যা আমাকে জানাবেন। আপনার কাছে এসে আপনার চাহিদা মত সেবা দিব। শুধুমাত্র কিছু বড় অপরাধ যেমন ধর্ষণ, খুন এগুলো বিষয়ে আপনাকে থানায় যেতে হবে। তাছাড়া ছোটখাট বিষয়গুলো আমরা ইউনিয়ন ভিত্তিকভাবে আপনাদের বাড়িবাড়ি এসে সেবা দিব। জনগণের জন্যই বিট পুলিশিং।
আরও দেখুন
বড়াইগ্রামে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ছাত্র সমাবেশ
নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত …