নিজস্ব প্রতিবেদক
নাটোরে ১৫ আগস্ট সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে ফুলবাগান সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযোদ্ধা’৭১ কার্যালয়ে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালিত হয়। শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযোদ্ধা’৭১ জেলা, উপজেলা ও পৌর শাখার উদ্যোগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাহার পরিবারের সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার দুপুরে সদর উপজেলা হল রুমে সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযোদ্ধা’৭১ জেলা, উপজেলা ও পৌর শাখার আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান। এসময় মিলাদ মাহফিল ও আলোচনা সভায় যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ এর সদর উপজেলা শাখার সভাপতি শেখ মোঃ আবুল হোসেন এর সভাপতিত্বে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর সদর উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তা মোঃ তানভীর হোসেন বুলবুল, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ-আল-সাকিব বাকি, সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযোদ্ধা ৭১ জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ মোঃ ইউসুফ, মোঃ আবুল হোসেন, আব্দুল কুদ্দুস, জনাব আলী জুরান, আবুল হোসেন দুলাল, দেলোয়ার মাষ্টার, মুক্তিযোদ্ধার স্ত্রী মোছাঃ হোসনে আরাসহ মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান ও মুক্তিকামী জনতা।
পরে সকল শহীদ এর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনজাত অনুষ্ঠিত হয়।
আরও দেখুন
মিথ্যা মামলা থেকে খালাস বাগাতিপাড়ার দুই সাংবাদিক
নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় মারামারি ও চাঁদাবাজির মিথ্যা মামলা থেকে খালাস পেলেন দুই সাংবাদিক। রবিবার …