সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় বাংলাদেশ জাতীয় যুব হিন্দু মহাজোটের সম্মেলন অনুষ্ঠিত

বাগাতিপাড়ায় বাংলাদেশ জাতীয় যুব হিন্দু মহাজোটের সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ জাতীয় যুব হিন্দু মহাজোটের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার মিশ্রীপাড়া গ্রামের শ্রীশ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির প্রাঙ্গণে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে অসীম কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় যুব হিন্দু মহাজোটের সদস্য সচিব ইঞ্জিনিয়ার মৃণাল কান্তি মধু। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য সুবাস চন্দ্র সরকার,প্রধান উপদেষ্টা জ্যোতির্ময় ভদ্র টুটু, জেলা আহবায়ক  কমিটির আহবায়ক দিপঙ্কর সরকার,সদস্য সচিব লিটন কুমার সরকার প্রমুখ।সম্মেলন শুরুতে পবিত্র শ্রীমদ্ভাগবত গীতা থেকে পাঠ এবং আলোচনা করেন সুবাস চক্রবর্তী। অতিথিবৃন্দের বক্তব্যের পরে উপজেলা আহবায়ক কমিটি নাম ঘোষণা করা হয়। অসীম কুমার মন্ডলকে আহবায়ক এবং ভরত কুমার মন্ডল কে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …