নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া:
রাজশাহীর পুঠিয়া উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে যথাযথ ধর্মীয় বাধ্যবাধকতার আলোকে হিন্দু সম্প্রদায়ের আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপণ-২০২০ইং উপলক্ষে আজ সোমবার (১৫ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলণায়তনে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুল হাই মোহাম্মদ আনাছ, পিএএ এর সভাপতিত্বে, সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, মহিল-ভাইস চেয়ারম্যান মৌসুমি রহমান, থানার অফিসার (ইনচার্জ) রেজাউল ইসলাম, পুঠিয়া হিন্দু কল্যাণ ও সংস্কার সমিতির সাধারণ সম্পাদক পল্লব সেনগুপ্তসহ নেতৃবৃন্দও উপজেলার মোট ৪৩ টি মন্ডপের পূজা উদযাপন কমিটির সভাপতি ও সম্পাদকগণ।
সভায় জানানো হয়, প্রশাসনের পক্ষ থেকে শান্তিপূর্ণ ভাবে পূজা উদযাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়া হয়েছে। প্রতিটি পূজা মন্ডপে পুলিশের পাশাপাশি আনসার ও গ্রাম পুলিশ মোতায়েন করা হবে। এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে মন্ডপে মন্ডপে অঞ্জলি প্রদান ও প্রতিমা দেখার সিদ্ধান্ত নেওয়া হয়।