সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় দক্ষিণ কোরিয়া প্রবাসীদের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

সিংড়ায় দক্ষিণ কোরিয়া প্রবাসীদের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক,সিংড়া: দক্ষিণ কোরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশী (সিংড়া উপজেলাস্থ) নাগরিকদের আর্থিক সহায়তায় সিংড়া পৌর এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ১৬০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় সিংড়া গোলই আফরোজ কলেজ চত্বরে ত্রান সামগ্রী বিতরন করা হয়। কোরিয়া প্রবাসীদের মাধ্যমে এই ফান্ড সংগ্রহের উদ্যোক্তা নূর আমিন বলেন, সম্প্রতি বন্যায় আমাদের সিংড়া উপজেলার অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে৷ আমরা আমাদের নৈতিক দায়িত্বের জায়গা থেকে সীমিত পরিসরে হলেও কিছু বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি৷ পাশাপাশি আমরা সকল প্রবাসী বাংলাদেশীদের অনুরোধ জানাই যেন সকলেই নিজ নিজ এলাকায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে সহযোগিতার হাত বাড়িয়ে দেন৷ত্রাণ বিতরণ কর্মসূচি বাস্তবায়নে মূল সমন্বয়ক এর ভূমিকা পালন করেন সিংড়া উপজেলা ছাত্রলীগ এর সাংগঠনিক সম্পাদক রওনক হাসান হারুন৷এসময় উপস্থিত ছিলেন, উপজেলার বিয়াশ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাজমুল ইসলাম রানা, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি জুবায়ের আহমেদ জয়, অন্তর পারভেজ প্রমুখ।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …