মঙ্গলবার , এপ্রিল ৩০ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গার হালতি বিলে বাদাই জাল জব্দ, ৭ জেলে’র ৩৫ হাজার টাকা জরিমানা

নলডাঙ্গার হালতি বিলে বাদাই জাল জব্দ, ৭ জেলে’র ৩৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা
নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি বিলে বাদাই জাল দিয়ে অবৈধভাবে মাছ শিকারের দায়ে ৭ জন জেলেকে ৩৫ হাজার টাকা জরিমানা ও জব্দকৃত ৪ লক্ষ টাকা মূল্যের বাদাইজাল আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার হালতি বিলে অভিযান চালিয়ে ৪ লক্ষ টাকা মূল্যের বাদাই জাল ও ৭ জন জেলেদের আটক করেন প্রশাসন।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমান জানান, বুধবার রাত ৯টার দিকে উপজেলার হালতি বিলে বাদাই জাল দিয়ে অরৈধভাবে মাছ শিকার করছে এমন অভিযোগে ইউএনও সাকিব-আল-রাব্বির নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় মাধনগর এলাকার তিনটি বাদাইজালের নৌকা ও ৭ জন জেলেকে আটক করা হয়। পরে মহিষমারী এলাকায় জব্দকৃত ৪ লক্ষ টাকার জাল আগুরে পুড়িয়ে ধ্বংস করা হয় আর ৭ জন জেলেদের প্রত্যককে ৫ হাজার টাকা করে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

আরও দেখুন

গুরুদাসপুরে মির্জা মাহমুদ খাল খননে অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: নাটোরের গুরুদাসপুরে মির্জা মাহমুদ খাল খননে অনিয়মের অভিযোগ তুলছেন স্থানীয়রা। স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামীলীগ …