শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জাতীয় / সব শিক্ষককে প্রতিষ্ঠানে উপস্থিত থাকতে নির্দেশ দেয়নি মাউশি

সব শিক্ষককে প্রতিষ্ঠানে উপস্থিত থাকতে নির্দেশ দেয়নি মাউশি

নিউজ ডেস্ক:
সব শিক্ষককে শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত থাকার নির্দেশ দেয়া হয়নি। শুধু অনলাইন ক্লাস বা বিভিন্ন প্রশাসনিক কাজের প্রয়োজনে দায়িত্ব প্রাপ্ত শিক্ষকরা প্রতিষ্ঠানে উপস্থিত থাকবেন। আর অনলাইন ক্লাস তদারকি ও তথ্য সংগ্রহ করতে শিক্ষা কর্মকর্তাদের প্রতিষ্ঠান পরিদর্শন করতে বলা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর)  এ সংক্রান্ত বিষয়ে স্ফষ্টীকরনে নোটিশ জারি করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

http://www.educationbangla.com/media/PhotoGallery/2019March/presaent20201014003614.jpg

সূত্র: শিক্ষাবার্তা.কম

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …