সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহী নিহত

লালপুরে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় মুনসাদ আলী (৮০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত এবং মোকসেদ আলী(৭০) নামে অপর একজন আহত হয়েছেন । বুধবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার ওয়ালিয়া বাজারে এই দুর্ঘটনা ঘটে। তাদের উভয়ের বাড়ি উপজেলার ফুলবাড়ি গ্রামের। নিহত মুনসাদ আলী একই এলাকার মৃত বিদন মণ্ডলের ছেলে আহত অপর জন একই এলাকায় মৃত ঝড়ু প্রামাণিকের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেল সাড়ে চারটার দিকে মুনসাদ হাজী এবং মোকসেদ আলী বাইসাইকেল যোগে তাদের বাড়ি ফুলবাড়ী থেকে ওয়ালিয়া বাজারে যাচ্ছিলেন। এ সময় একটি গরু বোঝাই পিকআপ ভ্যান একই রাস্তায় যাচ্ছিল। এ সময় বেপরোয়া পিকআপ ভ্যানটি সাইকেল আরোহীদের ধাক্কা দেয়। এতে মুনসাদ আলী ঘটনাস্থলেই নিহত হন। এলাকাবাসী আহত মোকসেদ আলীকে উদ্ধার করে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পুলিশ খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে পিকাপটি আটক করে। কিন্তু এর চালক সেখান থেকে কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

পরিবারের লোকজন মুনসাদ আলীর মরদেহ তাদের বাড়িতে নিয়ে যায়।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …