নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী:
ঈশ্বরদী উপজেলা ও পৌর যুবলীগের উপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার রাতে পাবনা জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি ও যুগ্ন আহবায়ক শিবলী সাদিকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিলের নির্দেশে এ স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।
প্রসঙ্গত: পাবনা-৪ আসনের উপ-নির্বাচনকে কেন্দ্র করে গত ১৪ই সেপ্টেম্বর আওয়ামী লীগের বর্ধিত সভাস্থলে কেন্দ্রীয় নেতার উপস্থিতিতে দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ এবং দলীয় কার্যালয়ের মধ্যে একাধিক নেতা-কর্মীদের ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
এই ঘটনার জের ধরে ওইদিন সন্ধ্যায় কেন্দ্রীয় কমিটির নির্দেশে পাবনা জেলা কমিটি ঈশ্বরদী উপজেলা ও পৌর যুবলীগের কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত গ্রহন করে।
আরও দেখুন
বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …