নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
করোনাকালে হাটবাজার বন্ধ থাকায় নিজেদের আর্থিক ক্ষতির কথা উল্লেখ করে সরকারি প্রনোদনার দাবি করেছে চাঁপাইনবাবগঞ্জের হাটবাজার ইজারাদাররা। আজ মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের একটি রেস্তরায় সংবাদ সম্মেলন করে তারা এ দাবি উত্তাপন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন নাচোল সোনাইচন্ডি হাটের ইজারাদার আবুল খায়ের সুমন, কানসাট হাটের আসাদুজ্জামান ভোদন, চকর্কীতি হাটের আনোয়ার হোসেন আনু মিয়া, রানীহাটি হাটের মোস্তাকুল ইসলাম পিন্টু, মহিপুর হাটের মহসিন রেজা বাবু, মনাকষা হাটের মোজাম্মেল হক, কানসাট বাগীতলা হাটের জুয়েল রানা, আড়গাড়া পশু হাটের আব্দুল জাব্বার, রহনপুর পশু হাটের আলী হোসেন, শিবগঞ্জ তক্তীপুর হাটের বাহারুল ইসলাম বেনজির, নাচোল পশু হাটের রামিল হাসান সুইট।
এসময় বক্তারা বলেন, করোনাকালে হাটবাজার বন্ধ থাকায় এতে করে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন হাট ইজারদাররা। সরাকরি নির্ধারিত মূল্য পরিশোধ করে যে সময়ের জন্য আমরা হাট ইজারা নিয়েছিলাম, তার অন্তত ৪ মাস আমরা কোন কার্যক্রমই আমরা চালাতে পারিনি। করোনাকালে বন্ধ থাকা সময়ের জন্য আমাদের সময়সীমা বৃদ্ধি করা বা ইজারা মূল্য থেকে ওই সময়ের জন্য সমদয় অর্থ ফেরত দেওয়া না হলে আমরা ইজারাদাররা সবাই বড় অংকের আর্থিক ক্ষতির মুখে পড়ে যাব। সব সেক্টরই করোনায় প্রনোদনা পেয়েছে কমবেশি, আমাদের ইজারাদারদেরও প্রনোদনার দাবি করেন।
আরও দেখুন
রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে ১৫ভরি স্বর্ণের ও
১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,, নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার পথে পথ …