সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ধর্ষণের প্রতিবাদে আলোক প্রজ্জ্বলন

বড়াইগ্রাম উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ধর্ষণের প্রতিবাদে আলোক প্রজ্জ্বলন

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
বড়াইগ্রাম উপজেলা ছাত্রলীগের উদ্যোগে দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদ ও এসব ঘটনার সাথে জড়িতদের দ্রুত বিচারের দাবীতে আলোক প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার রাতে বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদ চত্তরে উপজেলা ছাত্রলীগ সভাপতি সাহাবুল ইসলাম সরদারের নেতৃত্বে এ কর্মসূচী পালিত হয়।

এ সময় অন্যান্যের মধ্যে বড়াইগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাভেদ মাসুদ সরকার সোহাগ, সাধারণ সম্পাদক জুয়েল রানা, বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিলয় সরকার নাসিম বক্তব্য রাখেন।

এ সময় ছাত্রলীগ সভাপতি সাহাবুল ইসলাম সরদার ধর্ষণ নিপীড়ন বন্ধে সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করে আগামী দিনে এ সকল কর্মকান্ড প্রতিহত করতে ছাত্রলীগ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …