নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় মামলার বাদী আব্দুর রাজ্জাকের বাড়িতে হামলা ও লুটের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার তাজপুর ইউনিয়নের হিয়াতপুর গ্রামে। এ বিষয়ে আব্দুর রাজ্জাকের স্ত্রী ঝড়না বেগম সিংড়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
জানা যায়, সম্প্রতি হিয়াতপুর গ্রামে প্রতিপক্ষ দুলাল ফকিরের নেতৃত্বে কথা কাটাকাটির এক পর্যায় দু পক্ষের মধ্য সংঘর্ষের সুত্রপাত ঘটে। এতে আব্দুর রাজ্জাক, রেজাউল ও কুরমান আহত হয়। এ ব্যাপারে নাটোর কোর্টে মামলা করেন আব্দুর রাজ্জাক। পরে প্রতিপক্ষরা আরো ক্ষিপ্ত হয়ে আব্দুর রাজ্জাকের বাড়িতে হামলা ও লুটপাট চালায়।
আব্দুর রাজ্জাকের স্ত্রী ঝড়না বেগম জানান, গত ৭ অক্টোবর রাত্রি আনুমানিক সাড়ে ১২ টার দিকে দুলাল ফকিরের নেতৃত্বে ৮/১০ জন আব্দুর রাজ্জাকের বাড়িতে অনধিকার প্রবেশ পুর্বক আমার স্বামীর অনুপস্থিতে বাড়িতে হামলা ও ভাংচুর চালায় এবং নগদ টাকা, স্বর্নালংকার, কম্পিউটার সহ প্রায় ২ লক্ষ টাকা লুট করে নেয়।
ঝড়না বেগম আরো জানান, প্রতিপক্ষের কারনে এলাকা ছাড়া বাদীসহ তাঁর স্বজনরা। তাদের দাপটে ঘরে ফিরতে পারছে না।
সিংড়া থানার ওসি নুরে আলম সিদ্দীকি জানান, বিষয়টি তদন্তধীন রয়েছে।
আরও দেখুন
সাড়ে ৪ মাস পর হিলিতে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে নিহত নাইমের লাশ কবর থেকে উত্তোলন
নিজস্ব প্রতিবেদক হিলি ,,,,,,,,,,,,,,,গত ৪ আগস্টে দিনাজপুরের হিলিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেনিহত নাইমের লাশ প্রায় …