নিজস্ব প্রতিবেদক:
রিজার্ভ নতুন উচ্চতায় পৌঁছেছে মূলত প্রবাসী আয় বা রেমিটেন্সে ভর করে। এই অর্থ দিয়ে দেশের ১০ মাসেরও বেশি আমদানি দায় পরিশোধ করা যাবে।
বিদেশি মুদ্রার রিজার্ভ প্রথমবারের মতো চার হাজার কোটি (৪০ বিলিয়ন) ডলার ছাড়িয়েছে।
বৃহস্পতিবার দিন শেষে রিজার্ভ নতুন এই উচ্চতায় পৌঁছায় বলে নিউজবাংলাকে জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম।
এই পরিমাণ রিজার্ভ দিয়ে দেশের ১০ মাসেরও বেশি আমদানি দায় পরিশোধ করা যাবে।
করোনা মহামারির মধ্যেও চলতি বছরের মে মাস থেকে রিজার্ভে উল্লম্ফন দেখা যায়। ওই মাসে রিজার্ভ প্রথম ৩ হাজার ৪০০ কোটি ডলার ছাড়ায়। এর পর মাত্র চার মাসে রিজার্ভে যোগ হয় আরও ৬০০ কোটি ডলার।
রিজার্ভ নতুন উচ্চতায় পৌঁছেছে মূলত প্রবাসী আয় বা রেমিটেন্সে ভর করে। চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম তিন মাসে রেমিটেন্স এসেছে ৬৭১ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৪৮ শতাংশ বেশি।
আরো আসছে…