বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামের জোনাইল ইউনিয়ন আ’লীগের যুগ্মসাধারণ সম্পাদক সাময়িক বহিষ্কার

বড়াইগ্রামের জোনাইল ইউনিয়ন আ’লীগের যুগ্মসাধারণ সম্পাদক সাময়িক বহিষ্কার


নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রাম উপজেলার ৩নং জোনাইল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গোলজার হোসেন কে সাময়িক বহিষ্কার করেছে ইউনিয়ন আওয়ামী লীগ।

বৃহস্পতিবার সকালে বড়াইগ্রামের জোনাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সোবাহান হারেজ এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে সভাপতি-সম্পাদক জানান, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গোলজার হোসেন এর নামে গত বুধবার চাটমোহর থানায় হরিপুর ইউনিয়নের রামপুর গ্রামের আব্দুর রহিমের স্ত্রী সুমি খাতুন বাদী হয়ে শ্লীলতাহানির মামলা দায়ের করেন। মামলা দায়ের করলে চাটমোহর থানা পুলিশ তাকে আটক করে। আটকের পরে তাকে জোনাইল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক পদ থেকে সাময়িক বহিষ্কার করে সংগঠনটি।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …