সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নারী নির্যাতন ও গণধর্ষণের প্রতিবাদে নাটোরে বিএনপি’র মানববন্ধন কর্মসূচি পুলিশি বাধায় পন্ড

নারী নির্যাতন ও গণধর্ষণের প্রতিবাদে নাটোরে বিএনপি’র মানববন্ধন কর্মসূচি পুলিশি বাধায় পন্ড

নিজস্ব প্রতিবেদক:
দেশব্যাপী ক্রমবর্দ্ধমান নারী নির্যাতন ও গণধর্ষণের প্রতিবাদে নাটোরে জেলা বিএনপি’র মানববন্ধন কর্মসূচি পুলিশি বাধায় পন্ড হয়ে গেছে। দেশ ব্যাপী কর্মসুচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে আলাইপুর জেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ের সামনে জেলা বিএনপি এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। দলের নেতা-কর্মীরা সেখানে সমবেত হয়ে মানববন্ধনে দাঁড়াতেই পুলিশ তাদের বাধা দেয়। বাধা পেয়ে দলের নেতা-কর্মীরা সংক্ষিপ্ত কর্মসুচি পালন করে স্থান ত্যাগ করে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির আহবায়ক রহিম নেওয়াজ, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাবেক সহ- সভাপতি শহিদুল ইসলাম বাচ্চু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ সহ দলের নেতা-কর্মীরা।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …