শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / হিলিতে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টায় যুবকের ২ মাস কারাদন্ড

হিলিতে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টায় যুবকের ২ মাস কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক, হিলি (দিনাজপুর):
হিলিতে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা অভিযোগে রফিকুল ইসলাম (২৬) নামের এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার বিকেল সাড়ে ৫ টায় হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিউল আলম এ দন্ডাদেশ প্রদান করেন। আটক রফিকুল ইসলাম হিলি- হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের পাইক পাড়া গ্রামের সুলতান মাহমুদ এর ছেলে। মেয়েটি স্থানীয় একটি বিদ্যালয়ের ৭ শ্রেণির ছাত্রী।

ওই ছাত্রী বলেন, বুধবার দুপুরে একই গ্রামের পাশ্ববর্তী বোনের বাড়ি থেকে আসার সময় গ্রামের রাস্তায় রফিকুল ইসলাম শ্লীলতাহানির চেষ্টা চালায়। এসময় ওই ছাত্রী পালিয়ে বাড়িতে ফিরে মায়ের কাছে বিষয়টি খুলে বলেন। পরে ওই ছাত্রী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিউল আলম বলেন, স্কুল ছাত্রীর অভিযোগে ওই গ্রামে অভিযান চালিয়ে লম্পট যুবক রফিকুল ইসলামকে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই তাকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …