নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে বিএসএফের গুলিতে নিহত নুরুদ্দিনের মরদেহ ৬দিন পর মহানন্দা নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। আজ বুধবার দুপুরে সদর উপজেলার বালুগ্রাম এলাকায় মহানন্দা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নুরুদ্দিন ভোলাহাট উপজেলার পাঁচটিকরী নামোটোলা গ্রামের দুরুল হোদার ছেলে।
স্থানীয়রা জানায়, ‘গত বুধবার রাতে নুরুদ্দিনসহ কয়েকজন চোরাকারবারি অবৈধভাবে ভোলাহাটের জেকে পোল্লাডাঙ্গা সীমান্তে দিয়ে ভারতে যায়। তারপর থেকেই নিখোঁজ ছিলো তারা। বৃহস্প্রতিবার সকাল থেকেই এলাকায় গুঞ্জন উঠে নুরুদ্দিন ভারতীয় সুখনগর ক্যাম্পের বিএসএফ সদস্যদের গুলিতে মারা গেছে এবং স্থানীয় জেলেরা ভারতীয় অংশে তার মরদেহ মহানন্দা নদীতে ভাসতে দেখে এবং ওইদিন রাতে গোলাগুলির শব্দও তারা শনুতে পায়।’
নুরুদ্দিনের বাবা দুরুল হোদা ও তার ছোট ভাই দেলোয়ার জানান, ‘এ খবর পেয়ে ৫৯ বিজিবিকে ঘটনাটি জানানো হলেও; মরদেহটি উদ্ধারে বিজিবি কতৃপক্ষ কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেননি। উল্টো বিজিবি জানায় সীমান্তে এ ধরনের কোন ঘটনায় ঘটেনি বলে তাদের নিশ্চিত করেছে বিএসএফ। আজ দুপুরে ভাসমান অবস্থায় নুরুদ্দিনের মরদেহ পুলিশ উদ্ধার করলে, বিকেলে তার পরিবার মরদেহটি শনাক্ত করেন এবং নুুরুদ্দিনের বামবুকে গুলির চিহৃও দেখা যায়।’
এ বিষয়ে ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মাহমুদুল হাসান জানান,‘ খবরটি জানার পর আমরা বিএসএফকে জানালে তারা অস্বীকার করেন। এরপর বিভিন্ন মাধ্যমে আমরা খোঁজ খবর নিয়েও নিশ্চিত হতে পারিনি। তবে আজ মরদেহ উদ্ধারের পর নুরুদ্দিনের পরিবার ও পুলিশের সাথে কথা বলে এ ঘটনার প্রতিবাদ জানানো হবে বিএসএফকে।