রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / ঈশ্বরদীতে ধর্ষকের মৃত্যুদন্ডের দাবিতে মানববন্ধন

ঈশ্বরদীতে ধর্ষকের মৃত্যুদন্ডের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী (পাবনা):
ধর্ষণমুক্ত বাংলাদেশ চাই, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই
‘ দাবিতে মঙ্গলবার সকালে ঈশ্বরদী প্রেসক্লাবের সামনে ধর্ষণ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ঈশ্বরদী উপজেলা ছাত্র কল্যাণ সমিতির আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জিকরুল আয়াম সৌরভের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, গত ৯ মাসে দেশে ৯৮১ টি ধর্ষণ, ধর্ষণের পর ৪১ জনকে হত্যা এবং ধর্ষিতা ৯ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। এসময়ে ১২০ জন শিশু ধর্ষিত হয়েছে।
আইন প্রণেতাদের দৃষ্টি আকর্ষণ করে শিক্ষার্থীরা আরো বলেন, ধর্ষণের শাস্তিমূলক আইন মৃত্যুদন্ড চাই। সাতদিনের মধ্যে ধর্ষকের শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিতের মাধ্যমে জঘন্য অপরাধের সুষ্ঠ বিচার প্রতিষ্ঠার দাবি জানানো হয়েছে।

এসময় শিক্ষার্থী আল শাহরিয়ার, রঙ্গন মোস্তাফিজ, দীপ্ত, আয়েশা সিদ্দিক, ফয়সাল, ইমরানুজ্জামান, তৌফিক বক্তব্য রাখেন।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …