নিজস্ব প্রতিবেদক,বড়াইগ্রাম: নাটোরের বড়াইগ্রামে ফুফা শ্বশুরের বাড়িতে বেড়াতে এসে নদীর পানিতে ডুবে মামুন হোসেন (২৭) নামে নববিবাহিত এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার শেষ বিকালে উপজেলার ধানাইদহ এলাকায় খলিসাডাঙ্গা নদীতে এ ঘটনা ঘটে। নিহত মামুন পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুর এলাকার সেন্টু মিয়ার ছেলে। মামুন মাত্র দুই মাস আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বলে জানা গেছে। নগর ইউপি চেয়ারম্যান নীলুফার ইয়াসমিন ডালু জানান, শনিবার মামুন স্ত্রীসহ ধানাইদহ গ্রামে ফুফা শ্বশুর মুক্তার হোসেনের বাড়িতে বেড়াতে আসেন। বিকালে তিনি নদীতে গোসল করতে নামেন। এ সময় সাঁতরে নদী পার হয়ে পুণরায় ফিরে আসার পথে মাঝনদীতে তিনি আকস্মিক হাবুডুবু খেতে থাকেন। পরে নদীর তীর থেকে অন্যরা এগিয়ে যাওয়ার আগেই তিনি পানিতে ডুবে যান। এ সময় স্বজনরা পানিতে নেমেও তাকে উদ্ধার করতে পারেননি। খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করেন।
আরও দেখুন
বাগাতিপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া…………..নাটোরের বাগাতিপাড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইসমাইল হোসেন (৫৫) নিহত হয়েছে। আজ ৬ …