রবিবার , অক্টোবর ৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / হিলিতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

হিলিতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, হিলি:
শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অপুষ্টিজনিত মৃত্যু ঝুঁকি কমানো এবং দেহের স্বাভাবিক বৃদ্ধির সহায়ক হিসাবে দিনাজপুরের হিলিতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের শুরু হয়েছে।

আজ রোবাবর সকাল ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলম, হিলি হাকিমপুর পৌরসভা মেয়র জামিল হোসন চলন্ত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তৈহীদ আল হাসানসহা অন্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তৌহিদ আল হাসান জানান, ৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভাসহ মোট ৯৭টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সের ১ হাজার ২২৫ জন শিশুকে একটি করে নীল রঙের ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সে ১০ হাজার ৫৩ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। উপজেলায় মোট ১১ হাজার ২৭৮জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

আরও দেখুন

সিংড়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

    নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। রোববার (৬ …