রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১


নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী:
ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় তানিম (২৩) নামের এক যুবক নিহত এবং তার ছোট ভাই তাফিম (১৫) মারাত্মক আহত হয়েছেন। বৃহস্পতিবার (০১ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টায় দাশুড়িয়া-লালন শাহ সেতু মহাসড়কের কোলেরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারা উভয়ই দাশুড়িয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামের খালেদ খানের ছেলে।

স্থানীয় ফরিদ আহমেদ জানান, তানিম এবং তাফিম নানার বাড়িতে দাওয়াত খেতে যাওয়ার পথে পথিমধ্যে কোলের কান্দির স‘মিলের সামনে পৌছালে একটি অটোরিকশার সাথে তাদের মোটর সাইকেলের ধাক্কা লাগে। এ সময় দুইভাই রাস্তায় ছিটকে পরে। সে সময় পিছন থেকে দাশুড়িয়া দিক থেকে আসা একটি ট্রাক তানিমকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত যুবক তানিম ভেকু গাড়ির ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন।

পাকশী হাইওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। নিহতের ছোট ভাই তাফিমকে মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা যায়নি।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …