নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কর্ণখালী এলাকা থেকে ৫৫ কেজি ওজনের প্রায় ২০টি গাঁজার গাছসহ ১ মাদক ব্যবাসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-০৫।
আজ বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে দাইপুকুরিয়া ইউনিয়নের কর্ণখালী গ্রামে অভিযান পরিচালনা করে গাঁজার গাছসহ একজনকে গ্রেফতার করা হয়।
আটককৃত ব্যক্তি হলো শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের কর্ণখালী গ্রামের আতাহার হোসেনের ছেলে মিজানুর রহমান (৩৯)।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার আজমল হোসেন বিষয় নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শিবগঞ্জের খাসপাড়া হতে মির্জাপুরগামী পাঁকা রাস্তার পশ্চিমে ৩নং দাইপুকুরিয়া ইউনিয়নের কর্ণখালী গ্রামে গাঁজা চাষাকরা হচ্ছে। এই সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি বিশেষ টিম। সেখান ৫৫ কেজি ওজনের প্রায় ২০টি গাঁজার গাছ উদ্ধার করা হয়। আর ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় গাঁজা চাষকারী মিজানুরকেও।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজানুর জানান, দীর্ঘদিন ধরে এই গাছগুলো চাষ করে বাইরে বিক্রি করে আসছে।
এঘটনায় শিবগঞ্জ থানা তার বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করা হয়।