শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে মেয়রপ্রার্থী আদনান মাহমুদ’র ব্যতিক্রমী উদ্যোগ

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে মেয়রপ্রার্থী আদনান মাহমুদ’র ব্যতিক্রমী উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
আজ সোমবার সকাল ১১টায় সিংড়া পৌর কমিউনিটি সেন্টারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মবার্ষিকী নানা আয়োজনে পালিত হয়৷ 

সিংড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মেয়রপ্রার্থী আদনান মাহমুদের উদ্যোগ ও সার্বিক ব্যবস্থাপনায় ফ্রি রক্তের গ্রুপ পরীক্ষা, স্বেচ্ছায় রক্তদান, বৃক্ষরোপণ, বৃক্ষ বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল। সারাদিন ব্যাপী এই কার্যক্রমে প্রায় পাঁচ শতাধিক মানুষ বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করে। এছাড়াও স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম পরিচালিত হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ই আগষ্টে নিহত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, শেখ ফজলুল হক মনি, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল সহ তাঁর পরিবারের সকলের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মেয়রপ্রার্থী আদনান মাহমুদ বলেন, আমাদের মধ্যে জনসচেতনতার অভাবে অনেকেই রক্তের গ্রুপ পরিক্ষা হতে বঞ্চিত। রক্তের গ্রুপ জানা থাকলে দূর্ঘটনার শিকার হলেও তাৎক্ষণিক রক্তের যোগান পেলে জীবন রক্ষা সম্ভব। এসময় তিনি রক্তদানে সবাইকে উদ্ধুদ্ধ করেন।
তিনি আরোও বলেন, সিংড়া পৌরসভার জনদূর্ভোগের সমস্যা গুলো চিহ্নিত করে মাস্টারপ্ল্যান হাতে নেওয়া হয়েছে। সুযোগ পেলে সিংড়া পৌরসভার জনগণের কল্যাণে সেগুলো বাস্তবায়িত করে জনদূর্ভোগের অবসান ঘটানো হবে।

এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য কামনা করে সকলের কাছে দোয়া চান।
সিংড়া পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহনুর রহমান সোহানের সঞ্চালনায় উক্ত উনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সিংড়া উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আক্কাস আলী, ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সোহেল রানা লালন, ১০নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম শরিফ, পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।

বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, স্বেচ্ছায় রক্তদান ও দোয়া মাহফিল অনুষ্ঠানের পরে কয়েক সহস্রাধিক ফলজ, বনজ ও ঔষুধি গাছের গাছে রোপন এবং পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে পথচারীদের মাঝে উপহার দেওয়া হয়।

তিনি মেয়র প্রার্থী হিসেবে নিজেকে জানান দিচ্ছেন এবং বিভিন্ন সময়ে বিভিন্ন মানবিক কার্যক্রমের ফলে তিনি ব্যাপকভাবে সিংড়া পৌরবাসীর কাছে আলোচিত হয়েছেন। করোনাকালীন লকডাউনের সময়ে তিনি রাতের অন্ধকারে পৌরবাসীর নিকট তিনি তার মানবিক সহায়তা পৌঁছে দিয়েছেন। এছাড়াও বন্যা দূর্যোগের সময় বন্যাদুর্গত মানুষের চলাচলের জন্য নিজ অর্থে নৌকা উপহার দিয়ে জনদুর্ভোগের অবসান ঘটিয়েছেন।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …