সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নন্দীগ্রামে সাজাপ্রাপ্ত আসামীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ

নন্দীগ্রামে সাজাপ্রাপ্ত আসামীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে সাজাপ্রাপ্ত আসামীসহ ৩ জন আটক হয়েছে। জানা গেছে, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ শওকত কবিরের নির্দেশনায় এসআই সুবোধ চন্দ্র রায় ও এএসআই আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে ২৭ শে সেপ্টেম্বর দিবাগত রাতে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী জুলমোহাম্মদ (৫০) কে গ্রেপ্তার করে। অর্থঋণ মামলায় তার ৬ মাসের সাজা হয়। সে উপজেলার ভরতেঁতুলিয়া গ্রামের বাবর আলীর ছেলে।

অপরদিকে পুলিশ সিআর মামলার ওয়ারেন্টমূলে উপজেলার বীরপলি গ্রামের হামেদ আলীর ছেলে সাহেব আলী (৪৫) ও দামগাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে শহিদুল ইসলাম (২৮) কে গ্রেপ্তার করে। ২৮ শে সেপ্টেম্বর পুলিশ গ্রেপ্তারকৃতদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে। থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …