বুধবার , জানুয়ারি ১ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে এতিমদের মাঝে খাবার বিতরণ

বড়াইগ্রামে প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে এতিমদের মাঝে খাবার বিতরণ


নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রায় ৩১৯ জন এতিম শিশু ও দুস্থ শিশুদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে। সোমবার দুপরে পৌর মেয়র কেএম জাকির হোসেন পৌর হলরুমে এতিম শিশুদের ও লিল্লাহ বোডিং এর প্রধানদের হাতে দুপুরের খাবার তুলে দেন।

এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, শেখ ফজিলাতুন্নেছা মুজিব অনার্স মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান মিজান, যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু, পৌর কাউন্সিলরগণ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।

এর আগে সকালে পৌর হলরুমে মেয়র কেএম জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর সচিব আব্দুল হাই, সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম, হিসাবরক্ষক দেলোয়ার হোসেন প্রমূখ।

আরও দেখুন

বড়াইগ্রামে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রাম উপজেলায় জাতীয়তাবাদী ছাত্রদলের  ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটিতে উপজেলা ছাত্রদলের …