নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে দুটি বিদেশী পিস্তলসহ ফারুক হোসেন (৪০) ও আব্দুল করিম (৫০) নামে দু’জন শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫ এর সদস্যরা। আটককৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার আলালপুর গ্রামের মৃত খাবেদ আলীর ছেলে ফারুক হোসেন (৪০) ও একই গ্রামের মৃত নিয়াজ উদ্দিনের ছেলে আব্দুল করিম (৫০)।
২৬ সেপ্টেম্বর শনিবার দুপুরে র্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্যটি নিশ্চিত করে বলেন, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ১০ টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার হাতনাবাদ এলাকায় অভিযান চালিয়ে দুটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি, তিনটি মোবাইল ফোন, ছয়টি সীমকার্ড এবং একটি মেমোরি কার্ডসহ দুই শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-এ ধারায় মামলা রুজু করা হয়েছে।
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …