শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নীতিমালা ভঙ্গ করে লালপুরের কামারহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠনের অভিযোগ

নীতিমালা ভঙ্গ করে লালপুরের কামারহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:
নীতিমালা ভঙ্গ করে লালপুরের কামারহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠণের অভিযোগ করেছে এলাকাবাসী। এবিষয়ে তারা জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে ব্যবস্থা গ্রহণের জন্যে আবেদনও করেছেন।

তাতে উল্লেখ করা হয়েছে যে, অভিভাবক সদস্য না হলেও ম্যানেজিং কমিটিতে সদস্য ও সভাপতি পদে মনোনয়ন দেয়া হয়েছে। প্রধান শিক্ষিকা ঘরে বসে একা একা এই কমিটি তৈরি করেছেন।
আবেদনে আরো উল্লেখ করা হয় যে, অভিভাবকদের মিথ্যা তথ্য দিয়ে এবং জাল স্বাক্ষর করে এই কমিটি নির্বাচন করা হয়েছে।
তারা আরো জানান, প্রধান শিক্ষিকা তার স্বামীকে সভাপতি নির্বাচিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষিকা হামিদা বেগম জানান, কিছুদিন ধরে এক শ্রেণির ব্যক্তি আমাকে হয়রানির জন্যে এসব করে যাচ্ছে। এর আগেও আমার বিরুদ্ধে নানা অভিযোগ করে হয়রানির চেষ্টা করেছে। কিন্তু তদন্ত দল তদন্ত করে এর সত্যতা পায়নি।

এবিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ কে এম নজরুল ইসলাম এর সেল ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও তিনি ফোন রিসিভ করেননি।

এবিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এরশাদ উদ্দিন জানান, এ বিষয়ে তিনি একটা অভিযোগ পেয়েছেন। এবিষয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্যে উপজেলা শিক্ষা অফিসারকে নির্দেশ দিয়েছেন।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …