রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / পুঠিয়ায় নিহত ট্রাক চালক পরিবারের পাশে দাঁড়ালেন সংসদ ডা: মনসুর

পুঠিয়ায় নিহত ট্রাক চালক পরিবারের পাশে দাঁড়ালেন সংসদ ডা: মনসুর

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া (রাজশাহী):

রাজশাহীর পুঠিয়ায় ছাগল নিহতের জেরে গণপিটনিতে নিহত ট্রাক চালক আবু তালেবের পরিবারের খোঁজ খবর নিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাঃ মনসুর রহমান

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে সাংসদ নিজে ভূক্তভোগির বাড়ি উপজেলার ঝলমলিয়া গ্রামে যান। এ সময় জেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসান উল হক মাসুদ, পুঠিয়া পৌর আ’লীগের সভাপতি আবু বাক্কার, জেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুর রহমান মিঠু প্রমূখ উপস্থিত ছিলেন।

পরে সাংসদ মনসুর রহমান নিহত আবু তালেবের পরিবারকে সান্তনা দেন এবং তার স্ত্রীর হাতে নগদ ১০ হাজার টাকা তুলে দেন। এছাড়া ওই পরিবারকে একটি বাড়ি নির্মাণ করে দেয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

উল্লেখ্য, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ৯টার দিকে চালক আবু তালেব বাগমারা উপজেলার ভবানীগঞ্জ থেকে ট্রাক বোঝাই মালামাল নিয়ে পুঠিয়ার দিকে আসছিল। পথে তাহেরপুর এলাকায় আসামাত্র ট্রাকের চাপায় ছাগল মারা যায়। এরপর ওই এলাকার ২০/২৫ জনের একটি দল মোটরসাইকেলে ট্রাকটিকে ধাওয়া করে বাসুপাড়া এলাকায় আটক করে। পরে তারা চালক আবু তালেবকে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন ট্রাক চালককে মুমূর্ষ অবস্থায় পুঠিয়া হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে ও আরো অজ্ঞাতনামা ১২ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনার সাথে জড়িত ৫ জনকে আটক করেছেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …