সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / মাছ ধরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মিন্টু

মাছ ধরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মিন্টু

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় মিন্টু মোল্লা নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে সিংড়ার কলম গ্রামের বিলের পানি থেকে মিন্টুর মরদেহ উদ্ধার করা হয়। নিহত মিন্টু মোল্লা সিংড়ার কলম গ্রামের মিনহাজ মোল্লার ছেলে।

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা জানায়, গতরাতে বিলে মাছ ধরার জন্য বেরিয়ে যায় মিন্টু মোল্লা। অনেক সময় পেরিয়ে গেলেও মিন্টু বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। শুক্রবার সকালে নজরপুর মাঠে বিলের পানিতে মিন্টুকে ভাসতে দেখে স্থানীয়রা।

স্থানীয়রা মিন্টুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …