রবিবার , সেপ্টেম্বর ২৯ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোর জেলায় বিশেষ কল্যাণ ও আইন-শৃঙ্খলা সংক্রান্তে মতবিনিময় সভায় নবনিযুক্ত রেঞ্জ ডিআইজি

নাটোর জেলায় বিশেষ কল্যাণ ও আইন-শৃঙ্খলা সংক্রান্তে মতবিনিময় সভায় নবনিযুক্ত রেঞ্জ ডিআইজি

নিজস্ব প্রতিবেদক:
নাটোর জেলায় বিশেষ কল্যাণ ও আইন-শৃঙ্খলা সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে জেলা পুলিশ, নাটোরের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল শেডে বিশেষ কল্যাণ সভা এবং দুপুর বারটার দিকে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতি সংক্রান্তে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম ।

কল্যাণ সভায় উপস্থিত ফোর্সদের জন্য কল্যাণকর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আইন-শৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতি সংক্রান্তে বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথি জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে জেলার প্রতিটি থানার অফিসার ইনচার্জগণকে নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি থানায় আগত সেবা গ্রহণের ক্ষেত্রে কেউ যাতে হয়রানির শিকার না হয় সে বিষয়টির উপর বিশেষ গুরত্ব আরোপ করেন। সকলকে পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠার সাথে নিজ নিজ কর্তব্য পালনের মাধ্যমে সাধারণ জনগণের আস্থা অর্জনের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন নবনিযুক্ত ডিআইজি ।

বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা সংক্রান্তে বিশেষ মতবিনিময় সভার সভাপতিত্ব করেন পুলিশ সুপার লিটন কুমার সাহা পিপিএম-বার। অনুষ্ঠানে জেলার প্রতিটি ইউনিটের ইউনিট ইনচার্জগণ, জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ, ফোর্সবৃন্দ এবং সিভিল স্টাফগণ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

নাটোরে সিংড়ায় সংখ্যালঘুদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: নাটোরে সিংড়ায় সংখ্যালঘু নারীকে ধর্ষণ, নির্যাতন চাঁদাবাজি বন্ধের প্রতিবাদে ও ধর্ষককে গ্রেফতারের দাবিতে …