সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে ট্রেনের শতভাগ টিকিট বিক্রি শুরু, খুশি যাত্রীরা

নাটোরে ট্রেনের শতভাগ টিকিট বিক্রি শুরু, খুশি যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে শতভাগ টিকিট বিক্রি শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। বুধবার সকাল থেকে সব আসনের টিকিট বিক্রি শুরু হয়।

রেল স্টেশনের ম্যানেজার অশোক চক্রবর্তী জানান, করোনা সংক্রমণ ঠেকাতে ৫০ শতাংশ টিকিট বিক্রি বন্ধ ছিলো। তবে বুধবার থেকে সরকারি সিদ্ধান্ত মোতাবেক সব আসনের টিকিট বিক্রি শুরু হয়েছে। এর মধ্যে ৫০ ভাগ কাউন্টারে, ৫০ ভাগ অনলাইনে বিক্রি হবে। তবে যাত্রীদের মাস্কপড়া বাধ্যতামূলক করা হয়েছে। মাস্ক ছাড়া কেউ ট্রেনে উঠতে পারবে না।
তিনি আরো জানান, ট্রেনে যাত্রী ছাড়া হকার, হিজরা, ভিক্ষুক উঠা বন্ধ করতে কঠোর অবস্থানে থাকবে পুলিশ।

এদিকে শতভাগ টিকিট বিক্রি করায় খুশি যাত্রীরা। তারা বলছেন, করোনা সংক্রমণের মাঝে টিকেট বিক্রি ও স্বাস্থ্য বিধি মানা হলে শতভাগ টিকিট বিক্রি করলেও কোন সমস্যা হবে না। তবে এব্যাপারে কর্তৃপক্ষকে কঠোর হতে হবে বলে জানিয়েছেন যাত্রীরা।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …