শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / আসাদুজ্জামানের কবিতা “অনুতপ্ত”

আসাদুজ্জামানের কবিতা “অনুতপ্ত”

অনুতপ্ত

আসাদুজ্জামান আসাদ

কতকাল আর গাইব প্রিয়া তোমার
পুরনো গান,
অভিশপ্ত অনুতপ্ত জলাঞ্জলিতে পুড়ে
হলাম অম্লান।

কার নুপুরের ধ্বনি চরণে বাজে
গভীর নিশিতে,
নয়নে তখন কুসুম কলি ফোটে হাসিতে
হাসিতে।

রাগিনীর সোনালী প্রেমের বয়ে যায়
গীতধারা,
সুরের সাগরে দিশেহারা হই পাগল
পারা।

অভিমান ত্যাগ বর্জন,মুর্ছন,বন্ধন
ভালো বাসিতে,
এক্ষণি চলে এসো আমার হ্রদয়ের গীত
বাগিচাতে।

সুন্দরের তীক্ষ্ণ দৃষ্টির প্রতিক্ষায় নিত্য ও
সঙ্গিতে
এসে দেখ অভিলাষ প্রাসাদ গড়েছি
নুপুরের নিশিতে।

আমার বাকশক্তির ধ্বনি কার জন্য
করে হাহাকার
এতটুকু অনুভব অনুভুতি মনে কি জাগেনা
তোমার!

দেখ চেয়ে বেদনার পাহাড় আমি গড়েছি
কেমন করে
তোমার উপহার স্বরুপ রেখেছি আমার
ভাঙ্গা করুণ সুরে।

নিশিতের বরফ গলা কঠিন ঠান্ডা তৃণ
মৃত্তিকার পরে
ছুটে যাই তোমার আভাস পেলে
পরোয়া করিনি কাউকে করে।

লৌহ কঠিন বর্ষন যখন মাথায় চাপিয়া
বসিল
অজ্ঞানেও তোমার নাম জপেছি পাশের
সবাই কহিল।

লেখক: আসাদুজ্জামান আসাদ, চেয়ারম্যান উপজেলা পরিষদ নলডাঙ্গা

আরও দেখুন

নাটোরের সকল এমপিদের গ্রেপ্তারের দাবি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের

নিজস্ব প্রতিবেদক,,,,,,,, সাম্য ও মানবিক দেশ বিনির্মাণে দিকনির্দেশনামূলক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক …