অপ্রত্যাশিত ঝড়
তোমার এক চোখেতে মেঘ
আরেক চোখে ছিলো ঝড়!
আমি বৃষ্টির প্রত্যাশায়
জেগে ছিলেম রাতভর।
নিরব কষ্ট
হৃদয় যেনো অথৈ সাগর
উথাল পাথাল ওঠে ঢেউ,
ঢেউয়ের তোড়ে ভাঙে মন
সে ব্যথা বোঝেনা আর কেউ ।
লেখক: রুদ্র অয়ন
নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের লালপুরে মাদকের পাওয়না টাকা নিয়ে বিরোধের জেরেগুলিবর্ষণের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে উপজেলার …