নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে আত্রাই এর শাখা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছে অনিক(৭) নামের এক শিশু সন্তান। নিখোঁজ হওয়ার ৮ ঘন্টায়ও খোঁজ মেলেনি ওই শিশুর। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের বিলহরিবাড়ী গ্রামে। নিখোঁজ শিশু অনিক ওই এলাকার কৃষক মোঃ আমির হোসেনের এক মাত্র পুত্র সন্তান। এতে শিশুর পরিবার ও এলাকা জুড়ে শোকের ছায়া বিরাজ করছে।
প্রতিবেশি মুসা খাঁ জানান, বুধবার সকাল আনুমানিক ৮টার দিকে বাড়ির সামনে আত্রাই নদীতে শিশু অনিক ও তার চাচাতো ভাই জিহাদ গোসল করতে যায়। গোসল করার একপর্যায় তার চাচাতো ভাই জিহাদ অনিককে খোঁজাখুজি করতে থাকে। খোঁজাখুজির এক পর্যায়ে অনিককে না পেয়ে বাড়িতে এসে তার বাবা-মা কে জানায়। তৎখনাত নদীর মধ্যে স্থানীয় প্রতিবেশি প্রায় ২০-৩০ জন যুবক খোঁজাখুজি করে কিন্তু অনিককে কোথাও খুজে পায়না। প্রতিবেশি সকলেই ধারণা করছে নদীর স্রোত অতিরিক্ত মাত্রায় থাকার কারনে পানির মধ্যেই ভেসে গেছে অনিক। তবে সকাল থেকে এ পর্যন্ত প্রায় ৮ ঘন্টা সময়ের মধ্যেও অনিককে খুজে পাওয়া যায়নি।