রবিবার , অক্টোবর ৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / বগুড়ার নন্দীগ্রামে জুয়া খেলার সময় ৭ জুয়াড়ি গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রামে জুয়া খেলার সময় ৭ জুয়াড়ি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে জুয়া খেলার সময় ৭ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ শওকত কবিরের নির্দেশনায় এসআই আব্দুর রহিম সঙ্গীয় ফোর্স নিয়ে ৭ই সেপ্টেম্বর দিবাগত রাতে উপজেলার ইউসুবপুর গ্রামে একটি বাড়িতে জুয়া খেলার সময় জুয়ার সরঞ্জামাদিসহ ৭ জুয়াড়িকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার নন্দীগ্রাম কচুগাড়ির জবান আলীর ছেলে শাহিনুর রহমান, নন্দীগ্রাম দক্ষিণপাড়ার ইদ্রিস আলীর ছেলে লিটন মিয়া, বিজয়ঘট গ্রামের আবুল হোসেনের ছেলে ইউনুস আলী, ময়েজ উদ্দিনের ছেলে ঠান্ডু মিয়া, গুন্দইল গ্রামের শাহ আলমের ছেলে নবাব আলী, ইউসুবপুর গ্রামের আব্দুল করিমের ছেলে ইদ্রিস আলী ও নন্দীগ্রাম পশ্চিমপাড়ার আমজাদ হোসেনের ছেলে রইছ উদ্দিন।

থানার অফিসার ইনচার্জ শওকত কবির জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুয়া খেলার অপরাধে থানায় মামলা দায়ের করা হয়েছে। ৮ই সেপ্টেম্বর পুলিশ তাদেরকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে।

আরও দেখুন

লালপুরে  শিক্ষা বিষয়ক সেমিনার ও মত বিনিময় সভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক: আজ শনিবার  (৫ অক্টোবর ) নাটোরের লালপুর উপজেলার কলস নগর উচ্চ বিদ্যালয়ে  সকাল …