রবিবার , অক্টোবর ৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রামে মুক্তিযোদ্ধা ও তার কন্যা ইউএনও’র উপরহামলার প্রতিবাদে মানববন্ধন

বড়াইগ্রামে মুক্তিযোদ্ধা ও তার কন্যা ইউএনও’র উপরহামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে মুক্তিযোদ্ধা ওমর আলী সেখ ও তার মেয়ে দিনাজপুর ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানমের উপর বর্বরোচিত হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০ টায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল বড়াইগ্রাম উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এই বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলে বক্তব্য রাখেন নবনিযুক্ত উপজেলা নির্বাহি অফিসার জাহাঙ্গীর আলম, বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল হক, মুক্তিযোদ্ধা আবুল খায়ের, মোসলেমউদ্দিন সেখ, শাহাদৎ হোসেন প্রমুখ।।

গত বুধবার মধ্যরাতে উপজেলার নির্বাহি অফিসারের সরকারি বাসভবনে ঢুকে হামলা চালায় দৃষ্কৃতিকারীরা। এতে পিতা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখ ও ইউএনও ওয়াহিদা খানম গুরুতর আহত হন।

আরও দেখুন

সিংড়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

    নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। রোববার (৬ …