রবিবার , নভেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / শিরোনাম / ২ কি: মি রাস্তার জন্য দুর্ভোগ হাজার হাজার মানুষের

২ কি: মি রাস্তার জন্য দুর্ভোগ হাজার হাজার মানুষের

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের আগমুরশন থেকে জিয়াপাড়া দু কি:মি রাস্তার বেহাল অবস্থায় মানুষের জীবনযাত্রা থমকে পড়েছে। একটি রাস্তার জন্য দুর্ভোগ দুটি গ্রামের হাজার হাজার মানুষের। একটু বৃষ্টি হলেই রাস্তার বিভিন্ন অংশে পুকুর পানি জমে যায়। কোনো কোনো স্থানে পানি শুকিয়ে যেতে ১ মাস লাগে।

এমন দুরবস্থার জন্য মানুষের বাড়ি বাড়ি ডিঙিয়ে চলাচল করতে হয় পথচারীদের। অতিরিক্ত কাঁদা আর পানির কারনে কোনো যানবাহন তো দুরের কথা জুতা পায়ে হাটাই অসম্ভব ব্যাপার। স্থানীয় দ্রুত রাস্তাটি পাকাকরণে এলজিইডি এবং স্থানীয় সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষন করেছেন। মুলত এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করা যেমন কষ্টসাধ্য, তেমনি কৃষিনির্ভর এই অঞ্চলের কৃষকদের চরম দুর্ভোগে পড়তে হয়। চলাচল অনুপযোগী রাস্তার জন্য অত্রাঞ্চলের কৃষকদের উৎপাদিত ধান, সবজিসহ অন্যান্য ফসল কৃষকরা বাজারজাত করতে পারে না।

কৃষকরা দীর্ঘদিন যাবত কৃষি পণ্যের নায্য মূল্য থেকে বঞ্চিত হয়ে আসছেন। আধুনিক রাস্তার সুযোগ-সুবিধা থেকে বছরের পর বছর বঞ্চিত হয়ে আসছে এই ২টি গ্রামের প্রায় ৫ হাজার মানুষ।স্থানীয় বাসিন্দা সোহেল রানাসহ অনেকেই জানান, দেশ স্বাধীনের পর থেকে মাটির এই রাস্তায় আজ পর্যন্ত পাকা হয়নি। এই মাটির রাস্তার কারণে কেউ সহজে এই গ্রামগুলোর মেয়ে কিংবা ছেলেদের সঙ্গে বিয়েও দিতে চায় না। রাস্তার উন্নয়নের জন্য অনেকবার বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেছি, কিন্তু কোন লাভ হয়নি। এই রাস্তাটি দ্রুত পাকা করা খুবই প্রয়োজন।

স্থানীয়রা আরো জানায়, এই রাস্তার কারণে ঝিমিয়ে পড়েছে এই অঞ্চলের অর্থনৈতিক চাকা। কারণ একটি অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা যদি ভালো না হয় সেই অঞ্চলের মানুষদের জীবনমানে কখনোই উন্নয়নের ছোঁয়া লাগে না। স্থানীয় ওয়ার্ড সদস্য সোহরাব হোসেন জানান, দু এক জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। রাস্তার পানি নেমে যাবার জন্য স্থানীয়দের সহযোগিতা দরকার।

কিন্তু সহযোগিতা না করার জন্য রাস্তার দু এক জায়গায় এমন দুরবস্থা সৃষ্টি হয়েছে। পানি নিস্কাশনের ব্যবস্থা থাকলে চলাচলের ব্যবস্থা হতো। সুকাশ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ জানান, তিনি নির্বাচিত হবার পর এ রাস্তাটি চলাচলে উপযোগী করার জন্য মাটি কেটে দেন। পরবর্তীতে পাকাকরণের জন্য এলজিইডি এবং স্থানীয় সংসদ সদস্যকে অবহিত করেছেন। তবে এখন পর্যন্ত আলোর মুখ দেখেনি।

আরও দেখুন

নাটোরে স্ত্রীর সামনে স্বামীকে মারধর ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রামে,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে এক স্বামীকে তার অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে মারধরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে …