নিজস্ব প্রতিবেদক, চাপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে বিএসএফের গুলিতে বাদশা নামের এক বাংলাদেশী নিহত হয়েছে। রহনপুর ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার গভীর রাতে তেলকুলি সীমান্তের মেইন পিলার ১৮০/৩ এস এর ১০০ গজ দুরে এই ঘটনা ঘটে।
নিহত কিশোর শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের রফিকুল ইসলাম ছেলের বাদশা ইসলাম (২২)।
শাহাবাজপুর ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক জানান, রাত সাড়ে ১১ টার দিকে বাদশা তেলকুপি সীমান্ত এলাকার ১৮০/৩ এস পিলারের ১০০ ফিট দুর দিয়ে ভারতে গোপালনগর ক্যাম্পের দিকে প্রবেশ করে। এই সময় গোপাল নগর ২৪ বিএসএফের সদস্যরা তাকে গুলি করে। এতে ঘটনাস্থলেই মারা যায় বাদশা। পরে নিহতের লাশ ভারতের ভেতর নিয়ে যায় বিএসএফ। তবে বাদশা কেন ভারতে প্রবেশ করেছে এখন জানা যায়নি।
এদিকে, রহনপুর ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে বিএসএফের পক্ষ থেকে ২ রাউন্ড গুলি করলে একজন ঘটনাস্থলে মারা যায় এবং তারা ওই লাশটি ভারতের ভেতর নিয়ে যায়। এ বিষয়ে বিএসএফের সাথে যোগাযোগ করার চেষ্টা চলছে বলেও জানান তিনি। তবে এ বিষয়ে খোঁজখবর নিতে ঘটনাস্থলে বিজিবি পক্ষে থেকে সদস্য পাঠানো হয়েছে। খোঁজ খবর শেষে নিশ্চিত হয়ে বিএসএফের কাছে এ ঘটনার কড়া প্রতিবাদ জানানো হবে।