নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে হিন্দু স্কুলছাত্রীকে নিয়ে যুবক উধাও হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। জানা গেছে, উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের পেং গ্রামের বিপ্লব চন্দ্রের মেয়ে ধুন্দার উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে লেখাপড়া করতো। তার সাথে ধুন্দার গ্রামের আব্দুল লতিফের ছেলে তৌহিদুল ইসলাম (২৫) এর প্রেম ভালোবাসার সম্পর্ক গড়ে উঠে। দীর্ঘদিন তাদের এই প্রেম ভালোবাসার সম্পর্ক থাকায় গত বুধবার রাতে তৌহিদুল ইসলাম ওই স্কুলছাত্রীকে নিয়ে উধাও হয়ে যায়।
এ বিষয়ে ওই স্কুলছাত্রীর পিতা বিপ্লব চন্দ্রের সাথে কথা বললে তিনি বলেন, আমার মেয়েকে অপহরণ করা হয়েছে। আমি আমার মেয়েকে ফেরৎ চাই। কিন্তু তারা আমার মেয়েকে ফেরৎ দেয়নি। তাই নিরুপায় হয়ে থানায় মামলা করতে এসেছি।
থানার এসআই আব্দুর রহিমের সাথে কথা বললে তিনি বলেন, ওই স্কুলছাত্রীকে উদ্ধার করার জন্য আমাদের প্রচেষ্টা চলছে।
আরও দেখুন
সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন
রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের নওগাঁর রাণীনগর …