নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নবাগত নাটোরের বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সকালে তাঁর সরকারী বাসভবনে সাংবাদিকরা এ সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় সাংবাদিকরা তাঁর হাতে পুষ্পস্তবক ও প্রেসক্লাবের সদস্যদের নামের তালিকা তুলে দেন।
এ সময় প্রেসক্লাব সভাপতি অহিদুল হক (যুগান্তর/ডেইলী অবজারভার), সাধারণ সম্পাদক আব্দুল মান্নান (ইত্তেফাক), যুগ্ন সম্পাদক মোহাম্মদ আলী গাজী (দৈনিক আলোকিত বাংলাদেশ), সাহিত্য সম্পাদক আবু সাঈদ (দৈনিক ভোরের কাগজ), প্রচার সম্পাদক মতিউর রহমান সুমন (দৈনিক বাংলাদেশের খবর), তথ্য ও গবেষণা সম্পাদক ফারুক হোসেন (ডেইলী এশিয়ান এইজ), প্রকাশনা সম্পাদক মন্তাজুর রহমান রানা (দৈনিক খোলা কাগজ) এবং কার্যনির্বাহী সম্পাদক আব্দুল আওয়াল মন্ডল (দৈনিক মুক্ত প্রভাত) উপস্থিত ছিলেন। সৌজন্য সাক্ষাৎকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদেরকে ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি প্রশাসনিক কর্মকান্ডে সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
প্রসঙ্গত, তিনি গত ৩১ আগষ্ট সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা থেকে বদলী হয়ে বড়াইগ্রাম উপজেলায় যোগদান করেন।
আরও দেখুন
বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …