সোমবার , জানুয়ারি ১৩ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / শহীদ রেজা, রঞ্জু, সেলিম ও বাবুলের নামে একটি সুদৃশ্য ভবন তৈরি করা হবে- মেয়র উমা চৌধুরী

শহীদ রেজা, রঞ্জু, সেলিম ও বাবুলের নামে একটি সুদৃশ্য ভবন তৈরি করা হবে- মেয়র উমা চৌধুরী

নিজস্ব প্রতিবেদক:
শহীদ রেজা, রঞ্জু ,সেলিম ও বাবুলের শাহাদত বার্ষিকী আজ। এই উপলক্ষে আজ মঙ্গলবার সকালে নাটোর পৌরসভা উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ, শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন এবং দোয়া মাহফিল আয়োজন করা হয়।

এ সময় মেয়র বলেন বঙ্গবন্ধুর এক ডাকে এই টগবগে যুবকেরা দেশের পতাকা ছিনিয়ে আনতে ঝাঁপিয়ে পড়ে। তাদেরই দান এই স্বাধীন বাংলাদেশ। তাদেরই প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এবার উদ্যোগ গ্রহণ করেছি এখানে একটি সুদৃশ্য ভবন গড়ে তোলার। যা দেখার জন্য দূরদূরান্ত থেকে মানুষ আসবে এবং তা হবে নাটোর পৌরসভার উদ্যোগে।

এসময় আরো উপস্থিত ছিলেন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর কোহিনুর বেগম পান্না, বীর মুক্তিযোদ্ধা বকুল ও পৌরসভার কর্মচারীবৃন্দ।

আরও দেখুন

আমরা ক্ষমতায় থাকতে নাটোর বাসীর সকল দাবি পূরণ করেছি -দুলু

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,,, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী এডভোকেট এম রুহুল কুদ্দুস …