সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সাপের কামড়ে নাটোর শহরের আলাইপুরের যুবকের মৃত্যু

সাপের কামড়ে নাটোর শহরের আলাইপুরের যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
সাপের কামড়ে নাটোর শহরের আলাইপুরের রিমন হোসেন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত রিমন একই এলাকার আতিকুর রহমান রঞ্জুর ছেলে। সম্প্রতি রঞ্জু সদর উপজেলার হয়বতপুরে বাড়ি বানিয়ে সেখানেই বসবাস করছিলেন।

পারিবারিক সুত্রে জানায়, গতরাতে বাড়িতেই রিমনকে সাপে কামড় দেয়। এরপর স্থানীয় ওঝার কাছে বিষ নামিয়ে নেয়। কিন্তু অবস্থার আবারো অবনতি হলে ভোর ৪ টার দিকে নাটোর সদর হাসপাতালে নিয়ে আসে। দায়িত্বরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। এরপর রামেক হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতির সময় রিমনের মৃত্যু হয়।

নাটোর পৌরসভার কাউন্সিলর আরিফুল ইসলাম মাসুম বিষয়টি নিশ্চিত করছেন।

আরও দেখুন

লালপুরের গণেশ চন্দ্র দাস আর নেই

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,উত্তরবঙ্গের খ্যাতিমান ফুটবল খেলোয়াড় নাটোরের লালপুর সদরের বাসিন্দাশ্রী গণেশ চন্দ্র দাস (৮০)বার্ধক্যজনিত কারণে …