নিজস্ব প্রতিবেদক, হিলি:
হিলিতে করোনায় ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের জনগোষ্ঠীর ৫০জনের মাঝে খাদ্যসহায়তা প্রদান ও ফ্রি মাস্ক বিতরন করা হয়েছে।
হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে সামাজিক দুরত্ব নিশ্চিত করে উপজেলা পরিষদ হলরুমে তাদের মাঝে এই খাদ্যসহায়তা ও ফ্রি মাস্ক বিতরন করা হয়। রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকির হোসেন তাদের মাঝে এসব বিতরন করেন। এসময় প্রত্যেককে ১০ কেজি করে চাল ও দুটি করে মাস্ক বিতরন করা হয়।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, পৌরমেয়র জামিল হোসেন, ভাইসচেয়ারম্যান শাহিনুর রেজা, ওসি ফেরদৌস ওয়াহিদ, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজার রহমানসহ অনেকে।