নীড় পাতা / কৃষি / বন্যায় গো-খামারীদের মাঝে বিনামূল্যে গো-খাদ্য ও ঔষধ বিতরণ

বন্যায় গো-খামারীদের মাঝে বিনামূল্যে গো-খাদ্য ও ঔষধ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ব্র্যাক ডেইরী এন্ড ফুড প্রজেক্ট এর চিলিং সেন্টারের আওতাধীন দুগ্ধ খামারীদের মাঝে বিনামূল্যে গো-খাদ্য ও কৃমি নাশক ঔষধ বিতরণ করা করেছে।

আজ মঙ্গবার দুপুরে গুরুদাসপুর উপজেলার যোগেন্দ্রনগর ২নং সরকারী প্রাথমিক মাঠে ব্র্যাক ডেইরী এন্ড ফুড প্রজেক্টের আয়োজিত বিতরণ কার্যক্রম অনুষ্ঠানের সভাপতি প্রজেক্ট ম্যানেজার মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশন(ভূমি) আবু রাসেল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশেষ অতিথি উপজেলা প্রাণীসম্পদ সম্প্রাসরণ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, ব্র্যাক ডেইরী এন্ড ফুড প্রজেক্ট এর পশ্চিম জোন সিনিয়র রিজিওনাল সেলফ ম্যানেজার এম.এ মান্নান, চিলিং সেন্টারের ভেটোনারী ডাঃ তাছলিমা।

পরে প্রধান অতিথি বন্যায় ক্ষতিগ্রস্ত গো-খামারীদের হাতে গো-খাদ্য ও কৃমি নাশক ঔষধ তুলে দিয়ে ওই বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এবার বন্যায় ক্ষতিগ্রস্ত ব্র্যাক ডেইরী এন্ড ফুড প্রজেক্ট এর চিলিং সেন্টারের আওতাধীন ২২২জন দুগ্ধ খামারীদের মাঝে বিনামূল্যে ১২.৩৭টন গো-খাদ্য ও কৃমি নাশক ঔষধ বিতরণ করা হয়।

এসময় নাটোর ও পাবনা এলাকার ব্যবস্থাপক আয়ূবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

নাটোরে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক পূর্ব শত্রুতার জেরে নাটোরে ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। …