সোমবার , নভেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে বাল্য বিয়ে বন্ধ

গুরুদাসপুরে বাল্য বিয়ে বন্ধ

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে বাল্য বিয়ে বন্ধ করে কনের পিতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার দুপুরে উপজেলার শিকারপুর এলাকার জনৈক রায়হান প্রামানিকের মেয়ে শান্তা খাতুনের বিয়ে বন্ধ করেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী অফিসার তমাল হোসেন জানান, মোবাইল ফোনে তাকে জানানো হয় উপজেলার শিকারপুর এলাকার জনৈক রায়হান প্রামানিকের মেয়ে শান্তা খাতুনের ১৮ বছর পূর্ণ হওয়ার পূর্বেই বিবাহ দেয়া হচ্ছে। এমন তথ্য ভিত্তিতে সেখানে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু রাসেল মোবাইল কোর্ট পরিচালনা করেন। ঘটনাস্থলে উপস্থিত হয়ে খবরের সত্যতা পাওয়া গেলে কনের পিতা রায়হান প্রামানিককে বাল্য বিবাহ নিরোধ আইন-২০১৭ এর ৮ ধারা অনুযায়ী ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সেই সাথে ১৮ বছর পূর্ণ হওয়ার পূর্বে মেয়েকে বিবাহ দিবেন না মর্মে মুচলেকা নিয়ে তাকে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যের জিম্মায় দেয়া হয়।

এ মোবাইল কোর্টে গুরুদাসপুর থানা পুলিশ, উপজেলা মহিলা বিষয়ক অফিস ও নির্বাচিত প্রতিনিধিগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন।

আরও দেখুন

মিথ্যা মামলা থেকে খালাস বাগাতিপাড়ার দুই সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় মারামারি ও চাঁদাবাজির মিথ্যা মামলা থেকে খালাস পেলেন দুই সাংবাদিক। রবিবার …